• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

নির্বাচন

গলাচিপায় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২৩

মোঃ জহিরুল ইসলাম চয়ন, (গলাচিপা) থেকে:

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অধ্যাপক সন্তোষ কুমার দে আজ রবিবার দুপুর ১২ টায় নিজ গৃহে সংবাদ সম্মেলনে লিখিত ভাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহনের আশা ব্যক্ত করেন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান,  তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে সমৃদ্ধ করার লক্ষে নিবেদিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনে যোগ্য, সৎ, ও আওয়ামী লীগের যে কোন ত্যাগী নেতাকে মনোনয়ন দিবে তার পক্ষে নৌকার বিজয়ের লক্ষে কাজ করবেন।

 

তিনি আরো বলেন দূর্নীতিবাজ, অরাজনৈতিক ব্যক্তি যেন মনোনয়ন না পায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বি,এন,পি, জামাত শাসন আমলে তার ঘরে হামলা সহ নানা ভাবে সামাজিক ভাবে হয়রানির স্বীকার হন। শেষ জীবনে তিনি বাংলাদেশ আ,লীগের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করার ব্রত রাখেন। তার সভাপতি থাকাকালীন সময়ে, গলাচিপা উপজেলায় কোন সহিংস সন্ত্রাসী কর্মকান্ড হয়নি বলে বিবৃতিতে তিনি জানান। তিনি সততা নিষ্ঠা ও সাংগঠনিক ক্ষমতা নিয়ে বিগত সময়ে দলকে শক্তিশালী করেছে বলে গণমাধ্যম কর্মীদের জানান। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান সহ প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads